আমাকে বাসস্থান থেকে নির্বাসন দিলে দুঃখ নেই
আমার দেশ থেকে বিতাড়িত করলেও দুঃখ নেই
সাইবেরিয়া থেকে প্যাটাগোনিয়া
কামচাটকা থেকে তিয়েরা দেল ফুয়েগো
আলাস্কা থেকে তাসমানিয়া
যে প্রান্তেই পাঠাও না কেন দুঃখ নেই
পৃথিবীটা অনেক বড় , ঘোরাফেরার জায়গার ঘাটতি নেই
বুনোহাঁসের মতো এ-প্রান্ত থেকে ও-প্রান্তে উড়ে বেড়াবো
পেঙ্গুইনের মতো রাজকীয় ভঙ্গিতে হেঁটে বেড়াবো
পৃথিবীর রূপ-রস-গন্ধ উপভোগ করতে চাই
পাখির কাকলি , মধুপের গুঞ্জন শুনে সময় কাটবে
খাদ্যের অভাব হবে না , বনের ফল-মূল-লতা আছে
ঝর্ণার সুপেয় জল আছে ,
দুনিয়ায় কেউ না খেয়ে মরে না ,
স্বার্থপর মানুষেরা কেবল মরে খাদ্যভাণ্ডার পুঞ্জীভূত করে রাখে বলে ,
কাক কাকের মাংস খায়না
বাঘ অভুক্ত থাকলেও অন্য বাঘ মেরে আহার করে না
মানুষ বড় বিচিত্র , বাইরে থেকে কিছুই বোঝা যায় না
বাইরে এক আবরণ , ভিতরে আরেক ;
পশু-পাখির উপকার করলে মনে রাখে ,
প্রতিদান দিতে চেষ্টা করে ,
মানুষই কেবল বিপরীত
আত্মসিদ্ধিছাড়া কিছুই ভাবে না ।
পৃথিবীতে জনসংখ্যা বাড়ছে কিন্তু ভালো মানুষ কমে আসছে দিনদিন ।
দেশে দেশে যারা ছিল দ্রোহী
তারাই এখন দেশের ক্ষমতাভোগী ;
তারা কারণে অকারণে শিল্পী , বিরোধী নেতা ,
ধর্মপ্রচারককে নির্বাসনে পাঠায় ।