কালকে সাঁঝে ডুবেও রবি
আজকে দেখি এ কী
দিব্যি বেঁচে উঠে তিনি
পুবদিকে দেন উঁকি !
গায়ে দেখে রাঙা জামা
উঠলো পাখি ডেকে
দুচোখ ভরে দেখছে শিশু
খোলা জানলা থেকে ।
গরু নিয়ে লাঙল কাঁধে
চললো চাষী মাঠে
রজকিনী কাপড় কাচে
নদীর ঘাটে ঘাটে ।
মৌমাছিরা গুনগুনিয়ে
ফুলে ফুলে ওড়ে
নদীর ঘাটে পল্লীবধূ
জলের কলস ভরে ।
বেলা বাড়ে দুপুর আসে
বিকেল গেল চলে
সন্ধ্যা এলেই আবার রবি
ঘুমের ঘোরে ঢলে ।
ডুবেও যিনি যান না মারা
তিনি হলেন রবি
তাঁরই জন্য আমরা দেখি
নিত্য নতুন ছবি ।