লক্ষ্যবস্তু সামনে রেখে এগিয়ে চলে ছুটে
যাওয়ার পথে কোন রকম বাধা এলে জুটে
নেই পরোয়া কোন কিছুর এগিয়ে যাবেই যাবে
অনেক রাস্তা পেরিয়ে শেষে লক্ষ্যবস্তু পাবে
আমরা যদি নদীর কাছে নিতাম এমন শিক্ষা
সকল বাধা চূর্ণ করে এগিয়ে যাওয়ার দীক্ষা
সফল হতাম কাজে কর্মে থাকতো না আর ভয়
বিশ্বটাকে নিজের মতো করতে পারি জয়
চলার পথে যদি আসে পাহাড় বাধা কিছু
পেরিয়ে তাকে ছুটবো আমি তাকাবো না পিছু ।