ভোজনরসিক মোটকুদাদা  থাকে নন্দগড়ে
হারামহালাল খেয়ে খেয়ে টাকার পাহাড় গড়ে
কেউ ডাকে মোটকু দাদা কেউ বলে হাজিদাদা
ধোপদুরস্ত পোশাক পরে তবু গায়ে লাগে কাদা ,
খাদ্যে যেমন ভক্তি আছে , টাকায় আছে লোভ
উপকারে আয় না হলে মনে অগাধ ক্ষোভ ।
ভালোমন্দ খাবার দেখে হঠাৎ থেমে দাঁড়ায়
খাদ্যরসিক বলে তিনি হাতটি তিনি বাড়ায় ,
বসলে খেতে অরুচি নেই বিয়েবাড়ির আহারে
খাওয়ার সময় লজ্জা দিলে কষ্ট পাবে , আহা রে !
দালালিতে রোজগারটি তাহার কিন্তু কম নয়
খাওয়াতে তাই হলোই খরচ একটু বেশি না হয় ‌।
লাড্ডু মোয়া কুলপি মালাই যেটাই যেদিন জোটে
খাওয়া পেলে একেক দিনে একেক স্থানে ছোটে ।
বেগারখাটায় রাজি থাকে যদি কিছু তাতে আসে
স্বার্থছাড়া এই জগতে কাউকেই ভালো না বাসে ।