দিকে দিকে আওয়াজ তুলুন
আসছে ভোট , আওয়াজ তুলুন
জলাভূমি ভরাট বন্ধ করুন
বাঁচুক জলাশয় , বাঁচাও জলাভূমি
বৃক্ষ বসান , পরিবেশ বাঁচান
নদী বাঁচান , মৎস্য বাড়ান
তৃণভূমি বাড়ুক , গবাদিপশু বাঁচুক
বনভূমি সংরক্ষণ , পশুদের নিরাপত্তা
খাল সংস্কার , বন্যা থেকে পরিত্রাণ ।
একটা ভোটে চাইলে প়াঁচটা গাছ বসাতে হবে
একশো ভোটের জন্য একশো মিটার খালসংস্কার ;
বিধানসভার ভোট
বাঁধুন জোট
আওয়াজ ওঠান দিকে দিকে
নদীর জন্য দেবো ভোট
বনের জন্য দেবো ভোট
খালের জন্য দেবো ভোট
বাঁধের জন্য দেবো ভোট
আমরা মানুষ একজোট ।
লোকসভার ভোট চান
যান আগে যান নদীর বাঁচান মান
নাব্যতা দিন ফিরিয়ে
দূষণ দিন সরিয়ে
চাই না দানসত্র
চাইছি সবুজপত্র ;
বালির খাদান বন্ধ হোক
পাহাড় ধ্বংস বন্ধ হোক
যেমন পাহাড় তেমন থাক
যেমন দেশ তেমন থাক
সম্রাট অশোকের দেশ
শের শাহ সুরীর দেশ
নিজেদের পকেট না ভরিয়ে দেশের পকেট ভরুক
চাই না নানান ভাতা
চাইছি শস্যে স্বনির্ভরতা
ফুলে ভরুক দেশ
ফলে ভরুক দেশ
সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ
তোমারও বেশ , আমারও বেশ ।