বন্ধু বন্ধু মাখামাখি
অনেক ভালোবাসা
সুখেদুখে দুজনেতেই
অন্যের কাছে আসা ।
একদা এক বন্ধু গিয়ে
নিজের ভেবে বলে ,
কিছুদিনের জন্য আমি
বিদেশ যাবো চলে ,
তুমি আমার ঘোড়াটিকে
যদি রাখো কাছে
জানবো আমি আমার ঘোড়া
সুরক্ষিত আছে ।
"সে আর এমন কী কথা গো
সামান্য তো কথা ;
তুমি এলে দেখবে তোমার
তাগড়া ঘোড়া যথা" ।
বন্ধু গেল বিদেশ বিভুঁই
ফেরে না আর মোটে
ঘোড়ার পিঠে চড়ে ইনি
জুয়ার আসর ছোটে ।
জুয়া খেলে সর্বস্বান্ত
টাকাকড়ি নেই
ভাবলো তখন বিক্রি করে
দেবে ঘোড়াটিকেই ।
ভাবনা যেমন কর্ম তেমন
ঘোড়ার টাকাও শেষ
পথে বসে কাঁদে এখন
এমন করুণ বেশ ।
বছরখানেক পরে ফিরে
বন্ধু চাইলো ঘোড়া ;
"কী আর বলি বন্ধু সোনা
এমন কপাল পোড়া
তোমার শোকে পাগল হয়ে
পড়লো ঘোড়া রোগে  
সেই রোগেতেই ঘায়েল হয়ে
মরলো কিছু ভুগে" ।
কোথায় শুয়ে মৃত ঘোড়া
চলো না যাই কাছে
মরা ঘোড়া কেমন ভাবে
কোথায় পড়ে আছে ।
দুই বন্ধু চললো সেথা
দূরের ভাগাড়ে
শিংঅলা মাথা পড়ে
মজানদীর পাড়ে ।
শিং দেখিয়ে জুয়াড়িটা
বলে ঘোড়ার মাথা ।
ঘোড়ার মাথায় শিং ছিল
এটা কেমন কথা !
"বন্ধু তুমি বোঝ না যে
শিং গজানো রোগে
পড়লো মারা তোমার ঘোড়া
কয়েক দিনের ভোগে" ।