গোলাপের কচি লালপাতার মতো নরম আলোয়
চারিদিকে ছেয়ে গেছে শেষ মাঘের এই সকাল
আমের মুকুলে ভ্রমরের গুঞ্জন , সুঘ্রাণে চারিদিক আমোদিত , হরিৎ তৃণ শিশিরের ভারে নুয়ে আছে , ছাগমাতা তার শাবকদের নিয়ে ঘাস ছিঁড়ে খায় , তাদের কোমল মুখ যায় ভিজে শিশিরের জলে
দুটি হলুদ পাখির একটানা মধুর ডাকে
আমার মন উন্মন  উথাল পাতাল
ইচ্ছে করে ঘাসের পাতা বিছানায় নিজেকে মেলে দিতে
আমার মনমদিরার এই কামনা নিয়ে
আমি বাংলার প্রকৃতির মাঝে বেঁচে থাকতে চাই ।