পুরানো সেই গল্পটা আবার নয় শুনুন দাদা
এক শিয়ালের বন্ধু ছিল একটা বোকা গাধা
দুই বন্ধু মিলে সেদিন
বনের মধ্যে চললো সেদিন
শিকার করবে বলে
গভীর বনের ভিতর চলে
শিয়ালের হঠাৎ চোখে পড়ে
দূরে একটা সিংহ ঘোরে
সিংহের কাছে বাঁচা দায়
চায় একটা বাঁচার উপায় ।
গাধার চোখে ফাঁকি দিয়ে
সিংহের কাছে শিয়াল গিয়ে
বললো , শুনুন মশাই ধর্মরাজ
দারুন উপহার এনেছি আজ
আপনি খাবেন পেটভরে
আনছি গিয়ে তাকে ধরে ।
বনের ভিতর গর্ত দেখে
শিয়াল দিল পাতায় ঢেকে
তারপরে যায় বন্ধুর কাছে
বললো , বন্ধু খবর আছে
চলো এখন ওই দিকে যাই
নিরিবিলি কোন জায়গা পাই
আমরা দুজন গল্প করি
মনের সুখে গান ধরি ।
গাধা ছিল সরল অতি
অগাধ বিশ্বাস বন্ধুর প্রতি
চললো বন্ধুর কথা শুনে
আনলো নিজের প্রমাদ গুনে
শিয়াল তাকে রেখে বাঁয়ে
সাবধানে যায় সেদিকে আগায়ে
বোকা গর্দভ পড়লো গর্তে
শিয়াল বলে , দেখি কী উপায় করতে
এই বলে সে এগিয়ে গিয়ে
ফেরে সিংহ সঙ্গে নিয়ে ;
সিংহের তখন পোয়া বারো
ও-দুটো খেয়ে খাবে আরও ;
( সিংহ বলে ,) শিয়াল তোকে দিয়ে শুরু করি
তারপর না হয় গাধাটা ধরি ।
শিয়াল ব্যাটার মুখটি চুন
বেইমানির এমনই গুণ
পরের বিপদ আনলো বলে
নিজের পরাণ গেল চলে ।
পরের উপর ঘোরালে ছড়ি
অতি চালাকের গলায় দড়ি ।