অতঃ কিম্
         জামাল ভড়
অতঃ কিম্ ! এরপর কী !
অনেক পথ পেরিয়েছি
অনেক কিছু দেখলাম
যা ছিল একসময়ের স্বপ্ন
তার অনেকটাই এখন হাতের মুঠোয় ।
কাদামাড়িয়ে পথচলা থেকে নিষ্কৃতি
পিচের রাস্তায় বুট পরে গটগট করে হাঁটতে পারি
ছোটবেলায় হারিকেনের আলোয় পড়ার যুগের
অবসান ঘটিয়ে বৈদ্যুতিন বাতি
চাঁদের আলোর মতো মোলায়েম
টিউবলাইটের নরম আলো পেরিয়ে এখন
ওয়াইফাই কানেক্টেড আলো
উঠোনে তারের এন্টিনার সঙ্গে তার টেনে
রেডিওতে আকাশবাণীর খবর
সে-যুগ পেরিয়ে সত্তরের দশকের শেষভাগে
দূরদর্শনে খবর চিত্রহার মেঘে ঢাকা তারা
স্টিম ইঞ্জিন ডিজেল ট্রেন ছেড়ে
ইলেকট্রিক ট্রেনে চলাচল
ভূতলে ট্রেন , ভূগর্ভেও ট্রেন
বুলেট ট্রেনের যুগে এসে পৌঁছেছি
টরে টক্কা টরে টক্কার টেলিগ্রাফ পাঠানো ছেড়ে
ইমেইল হোয়াটস্ এপে ভাইভারে টেলিগ্রামে
বার্তা প্রেরণ , পোস্ট অফিস ছেড়ে কুরিয়ারে ।
দক্ষিণ মেরুতে গবেষণাগার
মানুষ  অনেক আগে চাঁদে গেছে
উপগ্রহ ছেড়ে এখন ভিনগ্রহে প্রচেষ্টা  
অতঃ কিম ! এরপর কী !