আমি তখন কন্যকা
ছোট বোন ছিল গৌরী
দু'জনে পরিজন সাথে
ভেসে এসেছি জনস্রোতে


মনে নেই হাবড়া না শিয়ালদায়
শুনেছিলাম নেতাদের অভিভাষণ
বিস্তর মত , দুস্তর পথ
আমাদের অভিবাসন


মনে পড়ে এক কৃশকায় এসে
দিতে চেয়েছিল আমায় বসন বাসন
বাবার রক্তলোচন সেদিনই
দিয়েছিল আমায় পুনর্বাসন