আমাদের সেই পাশের বাড়ির
ছোট্ট মেয়ে পাখি
এখন দ্যাখো কত্ত বড়
ডাগর দুটি আঁখি।
চিচিঙ্গে ফুলের নোলক পরে
সাজতো বৌয়ের মতো
বৈঁচিফলের মালা গলে
বলতো কথা কত ।
সেদিনের সেই ছোট্ট পাখির
নকল বৌয়ের খেলা
লাজে নত ঘোমটা টানা
সত্যি বিয়ের বেলা ।
পুতুল কনের পুতুল খেলার
দিন ফুরালো কবে
নতুন ঘরে নতুন সাজে
আজকে যেতে হবে ।
টুকটুকে লাল বেনারসী
পাখি পরে শাড়ি
সিক্তচোখে বিদায় নিয়ে
চললো শ্বশুরবাড়ি ।