সাবেক কালের জমিদার
আর হাল আমলের নেতা
ঠাটবাট ও ধোপে দুরস্তে
তালেগোলে সমান কেতা ।
মোসাহেবে থাকে ঘেরা
চাটুকার ও তোষামুদে
হাতে গেলাস রঙিন পানি
গরিবজনের দুঃসময়ে
এঁরা থাকেন চক্ষু মুদে ।
জমিদারের থাকতো সাথে
দারোয়ান ও লাঠিয়ালবাজ
বর্তমানের নেতার থাকে
গুণ্ডা মাস্তান সাগরেদ আজ ।
চোখের ঠারে কর্ম হাসিল
যাকে খুশি তাকে জব্দ
যুগের সাথে এখন কেবল
পাল্টে গেছে দুটি শব্দ ।