বাঁশের চেয়ে কঞ্চি দড়
মায়ের চেয়ে মাসী
বাড়িওলির ঘরটি সাজায়
বাবুরবাড়ির দাসী ।
ছেলের চেয়ে ব্যাগটি ভারী
ব্যাগের চেয়ে বই
এত বিদ্যা রাখবে কোথা
মগজ ধরে কই ।
গৃহকর্তার মেজাজ ভারী
চাকর ছাপায় তাঁকে
ব্যাঙের বাচ্চা লাফিয়ে চলে
হাতী পড়ে পাঁকে ।