খোকা ঘুমালো পাড়া এখন শান্ত
গুলির ঘায়ে খোকা ঘুমায়
সবাই সেটা জানত !
সবাই ভয়ে চুপটি থাকে
গলা ফাটায় খোকার মায়ের কান্না
বলছে যেন অনেক হলো আর না !
দেশের শিশু বদ্ধ ঘরে
আধমরা সব ভয়েই মরে
শূন্য খেলার মাঠ
গুলিগোলা চলে ভীষণ
খোকার কোথায় ঘাট !
আকাশ বাতাস কাঁদছে শোকে
ছোট্ট খোকার জন্যে
রাজনীতির এই ডামাডোলে
সবাই যেন হন্যে ।