তুমি কোন্ রঙের কোন্ শাড়ি পরেছো
শাড়ির সঙ্গে মিলিয়ে টিপ পরেছো কিনা
আগের মতো সাজি নিয়ে ফুল তুলতে যাও কিনা
এসব আর দেখি না
তোমাকে আর অনুসরণ করিনে
আমার পদচিহ্ন মুছে গেছে
আমার সে-বয়স আর নেই
সময়-সমুদ্রের ঢেউয়ে সব ধুয়ে গেছে
আমি গন্ধহীন শুভ্র টগর হয়ে গেছি
দুদিন পরেই ঝরে পড়বো !