দরজার এপাশে আমি আর ওপাশে তুমি
মধ্যে নক্সাকরা কপাট , তাও কেবল ভেজানো


ইচ্ছে করলেই এপার-ওপার হওয়া যায়না
অথচ তুমি মনে করলেই আমাকে
হিড়হিড় করে টেনে নিয়ে যেতে পারো
আমি বৈরী ভাবিনে তবুও মিত্র ভাবতেও তো পারিনে


আমার এই শুষ্ক নিরুত্তাপ জীবন নিদাঘের মতো
তবুও নিষ্পত্র ডালে মাঝেমধ্যে প্রজাপতি এসে বসে
ক্ষয়া জ্যোৎস্না হেলা বটতলার আলোছায়ায় ।