প্রিয়তমা কলকাতায় এখন সন্ধে
একটু আগে দূর থেকে ভেসে আসা আজানের সুর
ঘরে ঘরে বাতি উঠেছে জ্বলে উঠেছে
আমি চা আর চানাচুর নিয়ে বসেছি
তুমি সুদূর নিউইয়র্কে সোফায় বসে
গরম কফিতে চুমুক দিচ্ছ নিশ্চয়ই
কলকাতায় এখন ঠাণ্ডা তবে সহনশীল
নিউইয়র্কে বোধ হয় দু' থেকে চার
হয়তো যে-কোন দিন বরফে যাবে ঢেকে
রুমহিটারের মানানসই উষ্ণতায় তোমার গায়ে
কাশ্মীরী শাল -- এত দূর থেকেও আমি দেখতে পাই
কফি শেষ হলেই তুমি হাঁটুতে থুথনি দিয়ে বসবে
চুল তোমার মুখ আড়াল করবে
কিছু অলস সময়ের পরে তুমি বারান্দায় গিয়ে
ডেইজি ফুলের টবের পাশে দাঁড়াবে
তোমার দুহাতের আঙ্গুল বড় ক্লান্ত
কী দ্রুতই না চলে কীবোর্ডে !
প্রিয়তমা মনে পড়ে তোমার
নেপলসের সেই রেস্তোরাঁয় পাস্তা খেতে খেতে
ইতালীয় একটা ঝাঁকড়া চুলের তোমাকে
কীভাবে গিলে খাচ্ছিল পিৎজা খাওয়ার মতো ;
নিউইয়র্কে ভীষণ ঠাণ্ডা এখন
চলে এসো না কলকাতায় কিছুদিনের জন্য
দুজনে আবার পাশাপাশি হাঁটি ।