তোমার সাঙাত অন্ধকারে তাকে তুলে এনে রাখলো
তার মুখবাঁধা অবস্থায় আকুতিতে তোমার মন টলেনি
তার অস্পষ্ট গোঙানিতে গলা চিনতে পারনি
সে বারবার বুকের কাপড় টানার চেষ্টা করে
তোমার পা ছুঁয়ে ভিক্ষা চাওয়ার ভঙ্গিতেও তুমি কাঁপনি
ক্ষুধার্ত নেকড়ের চেয়েও তুমি ভয়ঙ্কর
বিন্ধ্য পর্বতের মতো অটল তোমার মন
সর্বস্ব লুণ্ঠনের পরে চেলাদের দিতে প্রসাদ খেতে
জ্বলজ্যান্ত একটা শরীর তোমাদের পাশবিক নিষ্পেষণে
মৃতপ্রায় করে ফেলে রাখার পরে দেশলাইয়ের আলোয়
মুখ দেখে তুমি স্থানুবৎ হয়ে গেলে
কাল সকালে তোমাকে কে বলবে , দাদা চা !