বিদ্যুতের ঝলকে আকাশ বিদীর্ণ হয় জানি
তোমার চমকে চৌচির আমার হৃদয়খানি
সে কবেকার কথা , আবছা আছে মনে
চারটি দশকেও তা ভুলিনি কোন ক্ষণে
বৃক্ষ লতা ছিল শ্যামল এখনো সবুজ বর্ণ
শুধু আমার মনের খাতার পাতাগুলি বিবর্ণ
অশরীরী ছায়ার মতো বারবার আসে ফিরে
সবার অলক্ষ্যে আসি বিনা রক্তপাতে চিরে
ক্ষতবিক্ষত আমার হৃদয় তবুও গভীর আশায়
ভেবেছিনু প্লাবনে ভাসি তোমার ভালোবাসায় ।