পরহেজ করে চলেন তিনি
লোকচক্ষে পরহেজগার
পরহেজগারির দৌলতে তার
ভালো এখন রোজগার ।
লোকের কাজে ঝাঁপিয়ে পড়ে
স্বেচ্ছাসেবার কাজ
লোকের কাজে বরকত আসে
নসিব ভালো আজ ।
সুন্নাতি সে লেবাস পরে
তসবিহ এক হাতে
রহমানের রহমতে
ভালোমন্দ  পাতে ।
চলার পথে এদিক ওদিক
কিছুটা হয় বটে
লোকের কাজের কমিশন পায়
কীভাবে যে রটে ।
চেনা লোকের কাছে এখন
পান না তিনি মন
নতুন লোকের জন্যে তবু
হচ্ছে উপার্জন ।