তুমি যে কী এবং কী নও
সেঁতাই পাইনে ভেবে
তুমি মহামানব না কূটমানব
না মুখোশে মহামানব
সেটাই আসেনা মাথায় ।


কবরের অতল গহ্বরের থেকে তুলে আনা
তোমার দুখানি চোখ
করোটির দৃঢ়তা
তোমার চিবুকে ;
মর্গে শুয়ে থাকা লাওয়ারিশ লাশের
ঠোঁটের শীতলতা তোমার অধরে ;
তোমার অলকে তুষারের শুভ্রতা
তোমাকে করেছে অনন্য !


তবুও কেন জানিনা
তোমাকে দেখে শিশুরা ভয়ে জড়সড় ,
উঁকি মারে , ভয়ে মরে ।
তবে কি বুঝেছে তারা
কর্নিস ওগারের প্রিয় বান্ধবের
প্রাথমিক স্বার্থপরতা ?
তবে খুঁজে আন সেই ছোট্ট শিশুকে
যে জাগাতে পারে তোমার মাঝে
সশ্রদ্ধ ভীতি ও সম্ভ্রম ,
ভালবাসতে শেখায় শিশুকে , মানুষকে ।