আমরা এসেছি সাইবেরিয়ার শীতল ভূমি থেকে
আমরা এসেছি গোবি , তাকলামাকান পেরিয়ে
শত সহস্র মাইল উড়ে শৈত্য প্রবাহ হতে বাঁচতে
খাদের সন্ধানে তোমাদের এই বিল জলাশয়ে
আমাদের পাসপোর্ট ভিসা নেই, শুধু আছে ডানা ।


তোমরা পেতো না ফাঁদ , ছুড় না তীর ,
খাদ্যের খোঁজে এসে চাই না হতে খাদ্য
তোমার প্যাকেট-বন্দি হয়ে চাইনা যেতে হেঁসেলে
তেল-নুন-মসলা মেশা কড়াইয়ে ফোড়নের বাদ্য
আমরা তোমাদের অতিথি , অতিথিসেবাই ধর্ম ।


কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট পেরিয়ে আমরা এসেছি
প্রতিবারের মতো , ফিরি সঙ্গিহারা হয়ে
বড় বেদনায় সেকথা বলি , ভেবে দ্যাখো মনে
কে চায় এ-জগতে সাথিহারা জীবন !