টার্কিতে গিয়ে দেখি বিড়াল সবার পোষ্য
ওরা বলে বিড়াল  আদরপ্রিয় , সবার বশ্য
ভালোবাসা পেলে কোলে আসে আদর চায়
মানুষকে ভালোবেসে মানুষ শুধু আঘাত পায় ।


ইউরোপের সব দেশে কুকুরকে ভালোবাসে
চলাফেরা করাকালীন কুকুরটা রাখে পাশে
তার মতো নহে মানুষ বিশ্বাসী আর ভক্ত
বেইমানি জানে না , মনিবের বড় আসক্ত ।


আমাদের দেশে পোষে বানর বা হনুমান
ইশারায় বোঝে কথা , মনিবের রাখে মান
দুধকলা দিয়ে কেহ কভু বুঝি সাপ পোষে
বিষধর সাপ হলেও থাকে মনিবেরই বশে ।