প্রকৃতি এখন বিরূপ , মুখ ফিরিয়ে নিয়েছে
কার জন্য বিরূপ , কেন বিরূপ তা জানা যায় না
তবে প্রকৃতি যে মুখ ফিরিয়ে নিয়েছে বোঝা যায়
এক অব্যক্ত ভাষায় সে আর্তনাদ করে
দুপুর এখন কালোশাড়ি পরে
সাঁঝবেলায় গোলাপি ; এ বড় অদ্ভুত সময়
চৈত্রও চাদর পরে থাকে
মাঘের শীতে মশাও ভয় পায় না
সূর্য ডোবার পর আকাশে বিচিত্র রঙ ছড়িয়ে দেয়
সমুদ্রের পেট ক্রমশঃ ফুলছে পোয়াতির মতো
তিমিকে খেয়ে নেয় তিমিঙ্গিল
ব্যাঙ ধরে সাপ , ভাষাহীন যন্ত্রণা এখন প্রকৃতির  
সমুদ্রলহরী আকাশচুম্বী অট্টালিকার পায়ে আছড়ায়;
পর্বতেও মানুষ থাকে আতঙ্কে
কখন যে হয় বাড়িছাড়া
বয়স্করা বলে , হায় আগে তো এমন দেখিনি ।