ঝড়ের আভাষ আগাম পেয়ে
হাঁটছে কেমন প্রাণের দায়ে
এদিক ওদিক ছুটছে দ্যাখো
ডাইনে কভু, কভু বাঁয়ে ।
জোঁকের মতো মানুষবেশী
নরপশু আসছে যারা
অন্ধকারে টেনে নিয়ে
লোহার রডে গলারুপো
ক্ষান্ত হবে ঢেলে দিয়ে ।
আমজনতা দেখছে যারা
সবাই নীরব , যাচ্ছে সরে
কী আসে যায় ওদের তাতে
একটা মেয়ে যাচ্ছে মরে ।
মরবে মেয়ে , মরে মরুক
লোকের তাতে নেইকো দায়
এই বাজারে হাজার মেয়ের
এমনিভাবে জীবন যে যায় ।