বনবাসে ছিলে তুমি , বেদখল ছিল ঘর
নিজভূমে ছিলে পরবাসে, যদিও ছিল সীতা
ভাগ্যের বিড়ম্বনায় সেও অপহৃতা
লক্ষ্মণ অনুজ উদ্বিগ্ন তোমারই চিন্তায়
পবনসেনাকুল ছিল সদা ব্যাকুল
পত্নীশোকে তুমি বাক্যহারা , মৃতপ্রায় ।
কয়েক শতক পরে সেই বায়ুসেনার নিরলস প্রয়াসে
লুটেরার অধিকৃত আবাসন হয়েছে ধূলিসাৎ ;
তথায় তোমার সেই পবিত্রালয় প্রতিষ্ঠার পরে
সুগ্রীব বালির বংশধর জীবিত আজও
তবুও অযোধ্যারাজ ছিল বিমর্ষ , যেন প্রাণহীন
যজ্ঞ পূজাঅর্চনা শেষে এক শুভক্ষণে
মহামানবের মাঝে এক জাদুকর পরম নিষ্ঠায়
রামের মূর্তিতে করে প্রাণসঞ্চার
বিস্ময়ে হতবাক স্বয়ং জগদীশ্বর ।