পাকুড় গাছে সাদাশাড়ি পরে বসে ওটা কে রে ?
চিনলি না ভাই আমি তোমার ভুলে যাওয়া ঠাম্মা যে রে !
কোলের কাছে শুয়ে তোমায় ঘুম পাড়াতাম গল্প বলে
এরই মাঝে কখন তুমি ঘুমের ঘোরে পড়তে ঢলে !
দশ বছরই ভুলে গেলে তোমার প্রিয় ঠাকুর মাকে
ভাবছো কেন বলছি আমি কথাগুলো খোনা নাকে ?
মানুষ তো নই এখন আমি মরার পরে পেতনি তাই
ভয় পেয়ো না লক্ষ্মী আমার হীরের টুকরো সোনা ভাই !
ছোটবেলায় ছিল  তোমার ভীষণ জানি ভূতের ভয়
তাই তো বসে লক্ষ্য করি তোমার যাতে ক্ষতি না হয় ।
অন্য ভূতে বেজায় পাজি পাছে তোমার পিছু লাগে
জানে তারা কামড়ে দেবো তাদের নাকে সবার আগে ।
ভয় পেয়ো না সোনা আমার  করবে দেখা মাঝেমাঝে
তোমায় ছাড়া থাকতে আমার ভীষণ কেন বুকে বাজে !