রাতের আঁধারে খলিফা উমর বিন খত্তাব ঘুরে ঘুরে
প্রজার দুঃখ হেরিতেন নগরে গ্রামে কাছে ও দূরে ।
একদা গভীর রাতে মরুপ্রান্তরে রচিত শিবিকার বাহিরে
দেখিলেন ভিনদেশী কেহ ভারী উদ্বেগে পায়চারি করে
খলিফা বলেন যদি তার চিন্তার কারণ জানিতে পারে
সাধ্যমতো করিবেন চেষ্টা সমস্যার প্রতিকার করিবারে ।
বিদেশী জানায় আসন্নপ্রসবা তার স্ত্রী কাতর যাতনায়
আপনার কীবা আছে জানা প্রতিকার করিবার উপায় !
শুনি' একথা খলিফা নিজগৃহ অভিমুখে চলিলেন ফিরি
নিবেদন করেন নিজ স্ত্রীকে কোমল ডানহাতখানি ধরি ।
নিবেদন শুনিয়া উমরের স্ত্রী তখুনি চলিলেন সাথে
দরকারি জিনিস সহ গেলেন দুজনে তথায় সেই রাতে ;
উমর-পত্নী প্রবেশিলেন শিবিকার ভিতরে অনুমতি সহ
খলিফা উমর বিদেশীর সঙ্গে কাটায় প্রহর দুর্বিষহ ;
সহসা শেষরাতে শুনিলেন উভয়ে শিশুর ক্রন্দনরোল
উদ্বিগ্ন সকলের মন অবশেষে হলো আনন্দে উত্তোল   ।
রাতের অতিথি বলেন প্রাতে খলিফার দরবারে যেতে
যদি প্রয়োজন লাগে নবজাতকের তরে সাহায্য পেতে ।
ভিনদেশী লোক ভাবিয়া আকুল কে বা এই মহৎ প্রাণ
বিদেশীর লাগি' রাতের আরামের ঘুম করিয়া কোরবান
দেবদূতের মতো উদয় হইয়া করিয়াছে এমন উপকার
তাঁরই উপদেশ মতো সকালে গেলেন খলিফার দরবার
খলিফার দরবারে উপস্থিত হইয়া তিনি দেখিলেন বিস্ময়ে  
উপকারী  স্বয়ং খলিফা প্রজার দুঃখ দূরিছে উন্মুখ হয়ে ।