কে বলেছে মানুষ কেবল
হাসতে ভালোবাসে
আকাশ পানে তাকিয়ে দ্যাখো
ফোকলা মুখে চাঁদ হাসে ।
ফুলের হাসি বাঁধন ছেঁড়ে
প্রজাপতি বসলে ফুলে
নদীর হাসি গানের সুরে
শুনতে পার দিল খুলে ।
পাহাড় হাসে আতপ যখন
চারিদিকে ঝলমলে
সকাল হাসে সূর্য যখন
লোহিত রঙে গগনতলে ।