মন্ত্রী , প্রধানমন্ত্রী অনেক কিছুর উপর ছড়ি ঘোরাতে পারে ,
পাহাড় কেটে পাথর আনা
সেই পাথরে রাস্তানির্মাণ করতে পারে
পাহাড়ের ভিতরে সুড়ঙ্গ বানাতে পারে
খরস্রোতা নদীতে সেতু তৈরি করতে পারে ;
যোশীমঠের বারোটা বাজাতে পারে ,
মনিপুরী মেয়েদের উলঙ্গ করে
দিনের আলোয় রাস্তায় ঘোরাতে পারে ,
নাগাল্যাণ্ডে মোন জেলার উপজাতির
খেটেখাওয়া মানুষ মারতে পারে
চন্দ্রাভিযান করার প্রয়াস চালাতে পারে
বনজঙ্গল সাফ করে শহর গড়ে তুলতে পারে
বিদেশী অতিথির আড়াল করার জন্য
বস্তির দিকে পাঁচিল তুলে দিতে পারে
যাতে নিজের দেশের দীনতা থাকে চাপা ;
-- এসব তাদের হাতের মুঠোয়
কিন্তু কোন শহরে যখন সর্বগ্রাসী প্লাবনে
জনতার কান্না শুনতে পারে না ,
সামুদ্রিক জলোচ্ছ্বাস , প্রবল ঘূর্ণিঝড়
যখন উপকূলকে তছনছ করে দেয়
দিল্লির রাজপথে যখন নৌকা ভাসে
তখন তারা কিছুই করতে পার না
বৃহৎ শক্তির কাছে পরাভূত
প্রকৃতি থেকে শিক্ষাগ্রহনে অনীহা
তাই প্রকৃতি থেকে শিক্ষা নিতে পারে না
প্রকৃতির কাছে খেলনা হয়ে থাকতে পারে ।