শানবাঁধানো পুকুরঘাটে
একটি বৌয়ে কাচে
বৌ কথা কও ডাকছে পাখি
কাছের জারুল গাছে ।
চঞ্চলা মন উদাসী তার
প্রিয় গেছে দূরে
গাছের পাখি ডাকছে যেন
প্রিয়জনের সুরে ।
দখনে হাওয়া লাগলো গায়ে
মনে দিল দোল
শুনবে কবে এমনি সুরে
খোল রে দুয়ার খোল ।
ছ'মাস ন'মাস পরে আসে
আপন প্রিয়জন
ব্যাকুল সদা অধীরভাবে
থাকে সারাক্ষণ ।