( সুরা আদ দুহা অবলম্বনে)
( অতি দয়াময় পরম করুণাময়ের নামে শুরু )
কসম পূর্বাহ্নের
কসম রজনীর যখন আচ্ছন্ন তিমিরে
তোমার প্রভু তোমাকে করেনি পরিত্যক্ত
নহে তিনি এতটুকু অসন্তুষ্ট
এবং অবশ্যই উত্তম তোমার পরবর্তী সময়
তুলনায় পূর্ববর্তী সময়
আর অচিরেই পেয়ে যাবে প্রতিদান
যা তোমাকে করবে সন্তুষ্ট বিধান ।
তিনি পেয়ে তোমাকে পিতামাতৃহীন অবস্থায়
অতঃপর তিনি দিয়েছেন আশ্রয় তোমায় ।
তিনি তোমাকে নিঃস্ব
অতঃপর করেছেন ঋদ্ধ
তাই হয়ো না কঠোর অনাথে
ধমকিও না ভিক্ষুকে
বর্ণনা করো তোমার মালিকের অনুগ্রহ ।
( পরিপ্রেক্ষিত : মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকদিন অহি অবতীর্ণ বন্ধ ছিল। তখন বিরোধীরা প্রচার করে তার। উপাসক তাকে বর্জন করেছে বলে ঐশী বাণী আসা বন্ধ হয়েছে । ঠিক সেই সময় নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আদ দুহা অবতীর্ণ হয় । এই সুরায় আল্লাহপাক অনাথকে না ঠকাতে এবং যাঞ্চাকারীকে তিরস্কার না করার কথা বলা হয়েছে । )