প্রতিদিন কত মেয়ে ধর্ষিতা হয়
সংবাদপত্র খুললেই পড়ে চোখে
ন'বছরের বালিকা থেকে নব্বই বছরের বৃদ্ধা
কেউ পায়না রেহাই ; কখনো শুনিনি
কোন পুরুষ অপহৃত হয়ে ধর্ষিত
ব্যর্থ প্রেমিক এসিড ছুড়ে মারে নারীকে
স্বামী পিটিয়ে মারে স্ত্রীকে
পণের জন্য বধূ নির্যাতন
এসব পুরুষদের নাম হওয়া উচিত ছিল পশু
এসব পুরুষদের নাম হওয়া উচিত ছিল অসুর
এসব পুরুষদের নাম হওয়া উচিত ছিল দানব
এরা নারীকে ভাবে পটল আলু
এরা নারীকে ভাবে চাওমিন
এরা নারীকে ভাবে মোগলাই পরোটা
এরা নারীকে ভাবে সিঙ্গাড়া
এরা নারীকে ভাবে ফুচকা
যেমন খুশি তেমনভাবে খাবে
এরা জানে না নারী কোন পণ্যবস্তু নয়
এরা বোঝে না নারী কোন শাকসবজি নয়
এরা বোঝে না নারী পোল্ট্রি মুরগিও নয়
এরা ভুলে যায় পুরুষের গর্ভে জন্ম নেয়নি
এদের জন্ম তাদের মায়ের গর্ভে
এরা ভুলে যায় মায়েরাও নারীর জাতি
এরা ভুলে যায় ন'মাস কোথায় ছিল
যে-প্রজাতির স্তন্যদুগ্ধে লালিত
সেই প্রজাতির স্তন জঘন করে ক্ষতবিক্ষত
এদের পাশব প্রবৃত্তির কাছে অবলা নারী মানে হার
এদের দানব শক্তির কাছে নারী পরাভূত
এরা ধর্ষনের পরেও জীবন্ত রাখে না
পুড়িয়ে বা মাটির নিচে গোপন করে ।
এসব পুরুষদের ফাঁসি হওয়া উচিত
এসব পুরুষদের কঠিনতর শাস্তি হওয়া উচিত
এরা ক্ষমার অযোগ্য , এরা মানব নামের অযোগ্য ।