( পবিত্র কুরআনের কুরাইশ সুরার কাব্যরূপ )


( শুরু আল্লাহর নামে যিনি রহিম ও রহমান )
যেহেতু কুরাইশরা অভ্যস্ত
শীতে ও গ্রীষ্মে সফরে করেছে তারা রপ্ত
অতএব তারা যেন করে এই গৃহের রবের ইবাদত
যিনি তাদের ক্ষুধায় দিয়েছেন আহার্য
এবং করেছেন নিরাপত্তা ধার্য ।


(পরিপ্রেক্ষিত : সুরা কুরাইশের আরেক নাম সুরা ইলাফ । কুরাইশ বংশের সাতটি মর্যাদা যথাক্রমে ( শেষ নবি ঐ বংশের , নবুয়াত তাদের মধ্যেই , কাবাঘরের দেখভাল , হাজিদের পানি করানো , হস্তীবাহিনীর বিরুদ্ধে স্বয়ং আল্লাহ সাহায্য করেন , তার পরেও কুরাইশরা দশ বছর আল্লাহকে উপাসনা করে , এবং পবিত্র কুরআনে শুধু ঐ একটি বংশের নামে এই একটি সুরা । কুরাইশ শব্দার্থ জীবিকা নির্বাহ । তারা শীতকালে গরমের দেশ ইয়েমেনে এবং গরমকালে সিরিয়ায় বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতো । এইভাবে তারা মিসর , ইরান প্রভৃতি দেশের সংস্পর্শে আসার ফলে অনেক উন্নত হয় । কুরাইশ বংশের লোক তৎকালীন যুগে শিক্ষিত ছিল । অথচ তারা যখন আল্লাহর শেষ নবির বিরোধিতা শুরু করে তখন এই সুরা অবতীর্ণ হয় )