নিশিভোর
       জামাল ভড়
( সুরা ফালাক অবলম্বনে )
(শুরু আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও  মেহেরবান)
বলো আমি আশ্রয় চাই প্রভাতের অধিকর্তার
তিনি যা করেছেন সৃষ্টি অনিষ্ট থেকে তার
আর রজনীর
অন্ধকার হতে যখন তা হয় গভীর
এবং গিরায় ফুঁ-দাত্রী নারী
আর হিংসুকের অনিষ্ট হতে যখন হিংসাকারী ।


মানবজাতি
        জামাল ভড়
( সুরা নাস অবলম্বনে রচিত )


( পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু )
বলো আমি আশ্রয় করি
গ্রহন মানুষের প্রতিপালকের
মানুষের উপাস্যের
অনিষ্ট হতে তার
যে আত্মগোপনে দেয় কুমন্ত্রণার
কুমন্ত্রণা দেয় অন্তরে
তারা লুকিয়ে আছে জিনের ও মানুষের ভিতরে ।
(পরিপ্রেক্ষিতে :  সুরা ফালাক ও সুরা নাস একই সাথে অবতীর্ণ । রসুলুল্লাহর উপর একদা এক মুনাফিক জাদু করে । জাদুর প্রভাবে আল্লাহর রসুল মাঝেমাঝে দিশেহারা হয়ে পড়তেন । মুনাফিক লোকটি ছিল লবিদ ইবনে আসাম যে ছিল এক ইহুদির মিত্র । একটা চিরুনিতে জাদু করে জরোয়ান কূপের মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে রাখা ছিল । আল্লাহর রসুল সেই কূপ দেখালে জনৈক মুসলিম সেখানে নেমে চিরুনি উদ্ধার করে )  ।