আজকে মোদের ত্যাগের পরব
ঈদ-উল-আদহা মোদের গরব
নিজের পোষা প্রিয় পশু বলি
ভ্রাতৃবোধের পথ শিখতে বলি
আত্মীয়স্বজন পড়শীর মাঝে
একাত্মতার ঐকতান বাজে
অন্তরের  হিংসাদ্বেষ নাশি
বাজে মিলনসুরের বাঁশি
উৎসব মুসলিমে মুসলিমে নয়
যেন বিশ্বমানবের তরে হয়
হোক স্বদেশে বা বিদেশে
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে
মানবের মাঝে মানবের সাথে
মিলেমিশে শিখি বাঁচতে
কুরবানি করি যা কিছু গর্হিত
আজি পণ করি মানুষের হিত ।