যে-পথেই হাঁটতে গেছি
দেখেছি তোমার পদচিহ্ন
ভেবেছি তোমার না-চলা পথে
যতদূর চোখ যায় ---যাব
কিন্তু সে পথের দিশা পাইনি আমি ।


যে-শাখা প্রশাখাই ধরতে গেছি
দেখতে তোমার হাতের ছোঁয়া
ভেবেছি তোমার অপরশিত
কিছু সপত্রপুষ্পস্তবক এনে
প্রিয়জনে দেব তুলে----
--সে ফুল-পাতা দেখিনি আজো ।


যে-গান গাইতে গেছি
দেখেছি সে-গান তুমি গেয়েছ
যে-কথা বলতে গেছি
দেখেছি সে-কথা তুমি বলেছ
যে-ছবিই আঁকতে গেছি
দেখেছি সে-ছবিই তুমি এঁকেছ ।


তাই তোমাকে ঘিরেই আমি
আমাকে ঘিরেই তুমি
আমার মননে তুমি
আমার শয়নে তুমি
আমার স্বপনে তুমি
কেবল তুমি - তুমি - তুমিই ।