রাজার মনটি মরা
      জামাল ভড়
এক যে আছে মস্ত রাজা
রাজার মনটি মরা
আগের মতো হয়না আর
দেশ-বিদেশে ঘোরা ।
ছয় বছরে বহু সময়
অনেক দেশে ঘুরে
ছিল বেজায় খোশ হালতে
মেজাজ ফুরফুরে ।
হঠাৎ এলো মহামারী
সারা বিশ্ব ছেয়ে
ভাল্লাগে না দেশের খাবার
ঘরে বসে খেয়ে ।
নানান দেশের নানান খাবার
নিত্য নতুন গন্ধ
সেসব খেয়ে দেশের খোরাক
এখন লাগে মন্দ ।
এখন রাজা করেন কী
নিত্য আঁটেন ফন্দি
যে-ভাবে হোক করতে হবে
রোগটি বোতল বন্দি ।
কাজকর্ম নেই যে রাজার
দেখেন প্রধান উজিরে
তাঁকেই তিনি ডেকে বলেন ,
দূর কর রোগ অচিরে ।
রাজা দিলেন বন্ধ করে
যাওয়া নাপিত বাড়ি
মনটা খারাপ বেজায় খারাপ
বাড়ছে কেশ ও দাড়ি ।
চিন্তা ভীষণ রাজার মনে
পরের বারে যদি
বিশ্বে ঘোরা বন্ধ হবে
না থাকে এই গদি ।
রাজা চাহেন মনেপ্রাণে
দূর হয়ে যাক মহামারী
আবার যেন আগের মতো
বিশ্বে ঘুরতে পারি ।