নীতির রাজা , রাজার নীতি
কোনটা নেই রাজনীতিতে
স্বেচ্ছাচারী শাসনকালে
মানুষ কাটায় ভয়ভীতিতে ।
আমগাছের ছাল জামগাছেতে
জামগাছের ছাল পাইনে
পাইনবনে ঝড় উঠেছে
বামদিকের লোক ডাইনে ;
শিয়াল কুকুর মিলেমিশে
দিনের বেলায় ঘোরে
অকাল নিদাঘ তপ্ত দুপুর
সবুজ জীবন ঝরে
নীতিকথা ধর্মোপদেশ
ওসব আপ্ত কথা
রাজনীতির এই করুণ দশায়
বাড়ে দেশের ব্যথা ।