এইখানেতে নিরিবিলি
বসলে না হয় পাশে
জারুল গাছের সামনে দীঘির
শতেক শাপলা ভাসে ।
পানকৌড়ি ডুব দিয়েছে
তুলবে দ্যাখো মাছ
দীঘির পাড়ে চারিধারে
কত রকম গাছ ।
দখনে হাওয়ায় বইবে তোমার
কালো দীঘল চুলে
দুহাত দিয়ে সরিয়ে দেবো
অতীত কথা ভুলে ।
একটু না হয় বসলে পাশে
নিরিবিলি নির্জনে
গাইলে না হয় কয়েক কলি
রাখবো আমি মনে ।