রোজা রাখা বলতে বুঝি
দিনের বেলায় না খাওয়া
নবম মাসে রমাদানে
ইচ্ছেমতো না পাওয়া।
নিজের কাজের অনুতাপের
এটাই জানি সেরা মাস
কৃচ্ছসাধন আর সংযমের
করি সবাই উপবাস ।
দিনে রাতে নামাজ কালাম
রাতে পড়ি তারাবিহ্
লোকের আড়াল অন্তরেতে
আমরা গনি তসবিহ্ ।
আল্লাহর আদেশ পালন করে
আছে অন্তরেতে ডর
অনুগ্রহ পাওয়ার জন্য
খোদার উপর ভর।
কথায় চলায় বলায় দেখায়
সংযমী হও যথাযথ
বুঝবে পেটের জ্বালা কেমন
সারবে দেহের ক্ষত ।