( পবিত্র কুরআনের আত তরিক সুরার ভাবানুবাদ )


( আল্লাহর নামে আরম্ভ যিনি রহমান এবং মেহেরবান )
শপথ আকাশের এবং রাত্রির আগমনকারী,
জানবে কী সেই অতিথি , পরিচয় দেব তারই
উজ্জ্বল নক্ষত্র রাতের
প্রত্যেক জীবের উপর আছে সংরক্ষক তাদের ;
মানুষের ভাবা উচিত কীভাবে সে সৃষ্ট
দ্রুতবেগে নির্গত পানি হতে উদ্ভূত
সে-পানি আসে মেরুদণ্ড ও অস্থির মধ্য হতে
নিশ্চিত ফিরিয়ে আনতে সক্ষম তাকে
যে দিন গোপন কর্মের পরীক্ষা করা হবে
তার শক্তি না রবে , সাহায্যকারী না রবে ।
বৃষ্টি আনয়নকারী শপথ আসমানের
শপথ বিদীর্ণ জমিনের
এগুলো করে মীমাংসা যা নয় অহেতুকের ফল
তারা যেমন করে কৌশল
আমিও করি ততোধিক কৌশল ;
সুতরাং অবিশ্বাসীর দাও অবকাশ
কিছু সময়ের অবকাশ ।