রবি সোম আগাগোড়া ছিল ভালো ছাত্র
অল্পেতে রেগে যেত , এই দোষ মাত্র ‌।
কেউ যদি বলে , রবি , আজ যেন কী বার ?
বিশেষতঃ সেই দিন হয় যদি রবিবার ।
রেগে গিয়ে গুম হয়ে বসে থাকে রবি
অঙ্কতে ভুল করে , আঁকে বসে ছবি ।
কেউ যদি শনিবারে বলে , সোম বার কী ?
রেগেমেগে ছুটে গিয়ে তাকে মারে আর কী !
সেই রবি বড় হয়ে জুটে গেল কর্ম
দিবারাতে খাটাখাটি ঝরে শুধু ঘর্ম ।
ছেলেবেলায় রগচটা বড় হয়ে শান্ত
মনে মনে হাসে রবি , সেটা কি সে জানতো !