রটারডামের এক হোটেলে দেখেছিলাম মেয়েটাকে
নেদারল্যান্ডসে  বাঙ্গালী থাকার নয়
সেখানে খাঁটি বাঙ্গালীর মতো দেখতে
মেয়েটাকে জিজ্ঞাসা করলাম ইংরাজিতে ,
তুমি বাংলা জানো ?
নাসূচক উত্তর শুনে বললাম ,
তোমার মুখে , তোমার চেহারায়
পুরো বাঙালিয়ানার ছাপ !
মেয়েটা বলে , আমার বাবা বাঙ্গালী
মা ইতালির আমি কিন্তু পেয়েছি
বাবার আদল , তাই ।
তাকে বাংলা তিনটি শব্দ শিখিয়ে দিলাম :
ডাল , ভাত ও মাছ
এও বললাম বাড়ি ফিরে বাবাকে বলবে
আমি ডাল ভাত ও মাছ খাবো ।