বর্ষা গেল নেই কালোমেঘ
তাই সকলের ভরসা
পুরো আকাশ সাবান মেখে
ধবধবে কী ফর্সা ।
নেই কোথায়ও কালোর আঁচড়
নীল নীলিমার মেলা
তারই মাঝে ভাসছে দ্যাখো
সাদা মেঘের ভেলা ।
মেঘ নয় তো কাপাস তুলো
চারিদিকে ছড়িয়ে
শরতকালের স্বপ্নগুলো
মাটির বুকে জড়িয়ে
নদীর পাড়ে কাশফুলেরা
মুখ লুকিয়ে হাসে
ফুলে ফুলে গুঞ্জরিয়া
অলি ধেয়ে আসে ।
রঙবেরঙের প্রজাপতি
মেলে দিল ডানা
এমন দিনে ঘুরে বেড়াই
পড়তে শুধু মানা ।