হজরত নূহ নবির বংশে জাত
সালেহ আলাইহি সাল্লাম
সামুদ জাতি ছিল সেই নবির
বংশের আরেক নাম
আরবের হিজর নামক স্থানে
এই বংশের বাস
মাদায়েনে সালেহ নামে পরিচিত
সৌদি আরবেই খাস ।
সামুদ জাতি পয়লা ছিল
আল্লাহতে বিশ্বাসী
পরে মূর্তিপূজার অনুসারী
আল্লাহতে অবিশ্বাসী ।
সামুদ জাতি শক্তিশালী
এবং বীরের ধর্মে
বিশেষভাবে দক্ষ ছিল
পাথর খোদাই কর্মে ।
খোদাই করে পাহাড় পর্বত
করতো বাসগৃহ
কিন্তু তারা খোদার ধর্মে
বড়ই ছিল অনীহ ।
এমন সময়ে নবি আসেন
হেদায়তের কাজে
সামুদ জাতি বলতো তখন
ওসব কথা বাজে ।
তবে আমরা ঈমান আনবো
যদি আপনি পারেন
এই পাহাড়ের মধ্য হতে
উষ্ট্র বাহির করেন ;
উটটি হবে বড়সড়
এবং গর্ভবতী
তখন আমরা আনবো দেখো
তোমার ধর্মে মতি ।
নবির ডাকে সাড়া দিয়ে
আল্লাহর কুদরতে
গর্ভবতী উট বেরুলো
রুক্ষ্ম ধূসর পর্বতে ।
নবি তখন তাদের কাছে
করেন আকুল মিনতি
আমাদের এই জাতির লোকে
না করে তার ক্ষতি ।
সামুদ জাতি মিথ্যাচারী
প্রতিশ্রুতি ভাঙায়
সবাই মিলে হত্যা করে
উটের রক্তে রাঙায় ।
অতঃপরে নেমে আসে
প্রাকৃতিক দুর্যোগ
সামুদ জাতি ধ্বংস হলো
হলো না আর ভোগ ।