ওদের কথা থাক না পড়ে
নেই যে কোন চালচুলো
জুতোছাড়া ঘুরে বেড়ায়
পায়ে কাদাধুলো ।
গুগলি গেঁড়ি কচুঘেঁচু
খেয়ে জীবন কাটে ।
দিনের কড়ি পেতে ওরা
পশুর মতো কেবল খাটে ।
নাম ঠিকানা নেই তো ওদের
সাঁওতাল মুণ্ডা ওঁরাও
খ্যাংরাকাঠি ভীষণ কালো
করে না তাই পড়াও ।
সমাজচ্যুত সবার কাছে
যায় না টেঁকা গায়ের গন্ধে
হেথা হোথা দলে দলে
ঘুরে বেড়ায় কোন ধন্ধে
নষ্ট জীবন কষ্ট জীবন  
করে সবই সহ্য
সভ্যসমাজ রাখে ওদের
সমাজ থেকে উহ্য ।