চালের সেরা পাটনাই
খানার মধ্যে মোগলাই ।
শাকের মধ্যে পুঁই
মাছের মধ্যে রুই
গন্ধসেরা হাসনুহানা
রাতের সেরা জ্যোৎস্না
ঋতুর মধ্যে বসন্ত
গায়ক বলতে হেমন্ত
চিত্রসেরা কাংড়া
আমের রাজা ল্যাংড়া
খেলার মধ্যে বল
পানীয় বলতে জল
কলার সেরা মর্তমান
পড়তে সেরা বর্তমান ।