পাহাড় থেকে কেঁপে কেঁপে নেমে শীতের বুড়ো
সবার গায়ে ছড়িয়ে দিল বরফ-ভাঙা গুঁড়ো ।
সমতলের ছেলে মেয়ের গায়ে লাগে ঠাণ্ডা
কেউ যেন মারছে গায়ে বরফ-জমা দাণ্ডা ।
মনে মনে শীতের বুড়ো পাচ্ছে ভীষন মজা
শীতের বোঝা ঝেড়ে ফেলে বুড়ো এখন সোজা ।
সমতলের গরম হাওয়া নিয়ে শেষে বস্তা ভরে
শীত বিলিয়ে খুশি মনে ফিরলো শেষে পাহাড়ে ।