মহাকাশ গবেষণায় যা কিছু সম্ভব হয়েছে
স্বাধীনতার প্রথম কুড়ি পঁচিশ বছরেই
কেন্দ্রীয় সরকারের গুরুত্ব
যার ফলশ্রুতি ইসরো ।
মিথ্যাকে প্রথমেই বিনাশ না করলে বেড়েই চলে
দু'হাজার তিনের প্রথম চন্দ্রাভিযান
বাজপেয়ী সরকারের আমলে বিফল হলেও
ইসরো থেমে থাকেনি ;
ষোল বছর পরে দ্বিতীয় অভিযান আংশিক সফল
হলেও সফলতা বা বিফলতা নিয়ে
কোন উচ্চবাচ্য হয়নি
হওয়া উচিতও নয় ;
অসংখ্য বৈজ্ঞানিকের নিরলস প্রচেষ্টায়
তেইশে তৃতীয় চন্দ্রাভিযান
নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছাতে সফল
যা পৃথিবীর কোন দেশ পারেনি
চাঁদের দক্ষিণ মেরু সত্যিই এক অনুদ্ঘাটিত প্রান্ত
ইসরোকে অনুদান কিন্তু অনেক কমেছে
তা সত্ত্বেও ইসরো থেমে থাকেনি ;
চন্দ্রে বিক্রমের স্পৃষ্ট বিন্দু
অমনি দুম করে হয়ে গেল শিবশক্তি !
মহাকাশ গবেষণায় বা যে-কোন আবিষ্কারে
কোন দল বা সরকারের কৃতিত্ব হয় না
রাজনৈতিক পালাবদলেও নয়
একথা ভোলাতে "গোয়েবলস্ ল" কাজ করে
এক মিথ্যা হাজারবার শুনতে শুনতে
সত্যি হয়ে যায় ।